পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে নিয়ে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে।
জেলা পুলিশের আয়োজনে শুক্রবার সকালে একটি র্যালী বের হয়ে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম সভাপতিত্ব ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সঞ্চালনা করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,ব্যবসায়ী নেতৃবৃন্দ ,শিক্ষক ও শিক্ষার্থীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।