বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: একযোগে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এগুলো উদ্বোধন করবেন তিনি। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের রাংগালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুশল বিনিময় করেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, থানার ওসি মো. মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মেদ, উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগামার আফসানা হক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. খায়রুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ, ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Bkash
Bkash Gosh