দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে আনন্দ শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের নেতৃত্বে বের হয়।
শোভাযাত্রায় অংশ নেন পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা কৃষক লীগের আহŸায়ক আজিজার রহমান, সদস্য সচিব আসফাক হোসেন সরকার, জেলা যুবলীগের সাধারণ মো. আনোয়ার হোসেন, জেলা তাঁতী লীগের আহŸায়ক জাহাঙ্গীর আলম আলাল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাইসুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক বসাক, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, পৌর কৃষক লীগের আহŸায়ক ফয়সল হাবিব সুমন, সদস্য সচিব আবু রায়হান আবু, সদর উপজেলা কৃষক লীগের আহŸায়ক মোকছেদ আলী রানা, সদস্য সচিব সাখাওয়াত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক মারুফ রাসেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর মৎস্যজীবী লীগের আহŸায়ক টুটুল আহমেদ, সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহŸায়ক তহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক রকি, সদর উপজেলা ছাত্রলীগের আহŸায়ক আহসানুজ্জামান চঞ্চল ও জেলা ছাত্রলীগ, হাবিপ্রবি ছাত্রলীগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী।
এরপর শোভাযাত্রাটি শহরের সড়কগুলি প্রদক্ষিণ শেষে আবারো পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।