চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলা থেকে হারিয়ে যাওয়া একটি শিশুকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রংপুর জেলার গংগাচড়া উপজেলার ধামুর এলাকার মেহেরুল ইসলামের শিশু কন্যা রুমা আকতার (১২) একই উপজেলার প্রতিবেশি মানিক নামে একজনের বাড়িতে কাজ করত। গত ১৭ নভেম্বর শুক্রবার শিশুটি কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এক পর্যায়ে দিনাজপুর শহরের খোকন মৌলভীর মোড়ে এসে কোন উপায়ন্তর না পেয়ে কান্নাকাটি শুরু করে। সে সময় চিরিরবন্দরের লুসি আকতার নামে কলেজ পড়ুয়া এক ছাত্রী শিশুটিকে দেখতে পায় এবং তাকে তাদের গ্রামের বাড়িতে তার মায়ের কাছে নিয়ে আসে। ওইদিনই বিকেলে থানায় জানিয়ে শিশুটিকে থানার হেফাজতে দেয়। থানা কতৃপক্ষ প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে গংগাচড়া থানার মাধ্যমে প্রকৃত পিতামাতা ও গৃহকর্তাকে ডেকে এনে তাদের হাতে শিশুটিকে তুলে দেয়।
থানার এএসআই জোনাব আলী জানান, শিশুটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। শিশুটিকে শনিবার রাতে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে।