সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পার্বতীপুরে ট্যাংক লরি বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত-২

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২০, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ

পার্বতীপুর প্রতিনিধি \ ঝালাই কাজ করার সময় দিনাজপুর পার্বতীপুরে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরনে রতন হোসেন নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে এবং তার সহকারী ও পাশের এক বাস চালকের সহকারী আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরে মোটর গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন হোসেন (৩০) দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে। তিনি স্থানীয় রতন মোটর গ্যারেজের মালিক ছিলেন।
বিস্ফোরণে ওই মিস্ত্রির সহকারী নাহিদ (১৬) ও পাশের একটি বাস চালকের সহকারী বাদশা (৪০) গুরুতর আহত হয়। তাঁদের মধ্যে বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নাহিদকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের রতন মোটর গ্যারেজে মেরামতের জন্য ওই লরিটি নিয়ে যান চালক সেরাজুল ইসলাম। পরে মিস্ত্রিকে মেরামতের বিভিন্ন স্থান চিহ্নিত করে দিয়ে পাশের দোকানে চা খেতে যান। ওয়েল্ডিং মিস্ত্রি মো.রতন হোসেন এবং তার সহকারী নাহিদ লরিটির ওপরের ঢাকনা না খুলে ঝালাইয়ের কাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে লরির সামনের ও পেছনের অংশ উড়ে যায়। এসময় গুরুতর আহত হন ওয়েল্ডিং মিস্ত্রি রতন হোসেন, তার সহকারী নাহিদ এবং পাশে থাকা এক বাস চালকের সহকারী বাদশা। এ ঘটনায় পাশে থাকা একটি যাত্রীবাহী বাসটিও ক্ষতিগ্রস্থ হয়। পরে আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে রতন হোসেন মারা যান।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এটিএম নুরুল ইসলাম জানান,সতর্কতার সঙ্গে লরি মেরামত কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ওয়েল্ডিং মিস্ত্রী রতন মারা গেছে ও দুইজন চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সেতাবগঞ্জ আঞ্চলিক সড়ক প্রস্ততকরনের নামে শত শত গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে

বীরগঞ্জে কালব এর বিটিসিইউ-র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

হ্যাটট্রিকে ইতিহাস, শান্তি মার্ডির পায়ে সাফ জয়ের আনন্দে ভাসলো বীরগঞ্জ

১৪তম বর্ষে পদার্পনে দিনাজপুরে জন্মদিন অনুষ্ঠানে এমপি গোপাল বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার চেতনার পক্ষে কাজ করে

র‌্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার

বাংলাদেশের অর্থনীতি এখনো সমৃদ্ধ —বোচাগঞ্জ ও বিরলে নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুরে ১৭৮৬ জন কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ

দিনাজপুরে দু’শ শিল্পী দর্শক মাতালেন গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

তেঁতুলিয়ায় সচেতনতা মূলক বিজিবির আলোচনা, মতবিনিময় ও খাদ্য সামগ্রী বিতরণ