বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বোদা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলাপরিবারপরিকল্পনাকর্মকর্তা উম্মে সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা.রহমতউল্লাহ। সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।