ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত কাজ বা প্রচেষ্টা সমর্থন করার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সহযোগী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ২১ জন সদস্য অংশ নেয়।
রোববার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে জাতীয় পুষ্টি সেবার সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন, জাতীয় পুষ্টি সেবার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার প্রকৌশলী নাজমুল আহসান। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার সরকার, উপজেলা সমাজসেবা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ও কবিরুল ইসলাম প্রধান প্রমুখ।