বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি মনোরঞ্জন শীল গোপাল সহ ৬ জন
মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৪র্থ বারের মত মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ৩ টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী’র কাছে আচরন বিধি মেনে মনোনয়ন পত্র জমা দেন মনোরঞ্জন শীল গোপাল (আওয়ামী লীগ), ন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ) মো: জহুরুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আব্দুল হক।
এদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো। এতে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় নেতাদের ডামি প্রার্থী হতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।
এমন পরিস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাদ পড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু এ মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ শাহিনুর ইসলাম জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন।
এসময় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবকারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারন ভোটার উপস্থিত ছিলেন।