পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর ৫ পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন সঠিক হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। যে প্রার্থীর নাম মনোনয়ন তালিকায় দেয়া হয়েছে তাকে এলাকার জাতীয়পার্টির কোন নেতাকর্মী সদস্য কিংবা সাধারন মানুষ কেউ চিনেনা বা জানেনা। তিনি নির্বাচনী এলাকায় সামাজিক কর্মকান্ড থেকে শুরু করে কোন রাজনৈতিক কার্য পরিচালনা করেননি কোন দিনও। এ ব্যাপারে জাতীয় পার্টির সকল নেতা কর্মীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। সাধারন মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছেনা স্থানীয় জাতীয়পার্টির নেতৃবৃন্দ।
বুধবার সকাল ১০ ঘটিকায় পার্বতীপুর জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয়পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর। তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যানে বনানী কার্যালয়ে ২৮৯ সংসদ সদস্যপদপ্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। সেখানে দিনাজপুর ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী এলাকায় একজন অপরিচিত নুরল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবরে বিষয়টির সরেজমিন তদন্ত দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রেলওয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, পার্বতীপুর রেলওয়ে জাতীয় পার্টির সভাপতি মোঃ ওয়াজুল ইসলাম ও জাতীয় জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার সভাপতি জীবন কুমার পাল।