দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ৬টি সংসদীয় আসনে আওয়ামীলীগের হেভিওয়েটসহ প্রতিদ্বন্দি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তারা একে একে ওই মনোনয়নপত্র জমা দেন।
দিনাজপুরের ৬টি আসনে মোট মনোনয়নপত্র জমা হয়েছে ৩৪টি। এর মধ্যে, আওয়ামীলীগ-৬, জাতীয় পার্টি-৬, এনপিপি-৪, জাকের পার্টি–৩, ইসলামী ঐক্যজোট-১, ওয়ার্কার্স পার্টি-১, স্বতন্ত্র–১৩জন (ন্বতন্ত্র-৭+ আলীগের ৬জন)।
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনে জাতীয় পার্টি থেকে শাহিনুর ইসলাম, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, স্বতন্ত্র বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, স্বতন্ত্র জেলা আওয়ামীলীগের সদস্য আবু হুসাইন বিপু, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ জহুরুল ইসলাম, বিভ‚তি ভ‚ষন।
দিনাজপুর-২(বোচাগঞ্জ-বিরল) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহাবুব আলম, জাকের পার্টি মনোনীত প্রার্থী মতিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন জমা দিয়েছেন।
দিনাজপুর-৩(সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত হুইপ ইকবালুর রহিম, জাতীয় পার্টির আহাম্মেদ শফী রুবেল, ইসলামী ঐক্যজোটের মনোনীত মোঃ ফরহাদ আলম, এনপিপি এর পারুল সরকার লিমা, জাকের পার্টির শিউলী খাতুন, স্বতন্ত্র আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, স্বতন্ত্র রাশেদ পারভেজ।
দিনাজপুর-৪(খানসামা-চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগ মনোনীত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী এমপি, স্বতন্ত্র মো. তারিকুল ইসলাম তারিক, জাতীয় পার্টির মোনাজাত উদ্দিন, এনপিপির আজিজা সুলতানা।
দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আওয়ামীলীগের মনোনীত সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)এর শওকত আলী, জাকের পার্টির মোঃ হারুর অর রশিদ চৌধুরী সরকার, জাতীয় পার্টির নুরুল ইসলাম, স্বতন্ত্র তোজাম্মেল হক, স্বতন্ত্র হযরত আলী বেলাল।
দিনাজপুর-৬(নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট)আসনে আওয়ামীলীগের মনোনীত শিবলী সাদিক, জাতীয় পার্টির মোঃ ফিরোজ সুলতান আলম, স্বতন্ত্র সাবেক এমপি ড.আজিজুল হক চৌধুরী, স্বতন্ত্র শাহনেওয়াজ ফিরোজ, স্বতন্ত্র শাহ আলম বিশ্বাস মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জমা দিয়েছে ৩০টি এবং বুধবার জমা দিয়েছে ৪টি। এর আগে মনোনয়নপত্র বিতরন করা হয়েছিল ৩৮টি।