অনুষ্ঠিত হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী সংগঠন চাউলিয়াপট্রি-পাহাড়পুর মিলনায়তন সমিতি,দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগার এর সদস্য-কর্মকর্তা বৃন্দের পরিচিতি সভা।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব হলরুমে এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী আহŸায়ক কমিটি’র আহবায়ক বিশিষ্ট সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এস এম খালেকুজ্জামান রাজু। সংগঠনের অন্যতম কার্যনির্বাহী সদস্য শাহ্ আলম শাহী’র প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী আহŸায়ক কমিটির অন্যতম সদস্য ফারুক গজনবী,বিশিষ্ট সংগীত শিল্পী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হাসান আলী শাহ্, মোঃ মোকসেদ আলী,যুব সংগঠক আবু রইচ ডিয়ার, সমাজসেবক শামীম কবির, ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, বর্তমান কার্যনির্বাহী আহŸায়ক কমিটির সদস্য সাংবাদিক মোঃ ইউসুফ আলী, আহবায়ক কমিটির সদস্য মোঃ রাজ্জাক ইসলামসহ অন্যান্যরা।
সভাপতি’র বক্তব্যে এস এম খালেকুজ্জামান রাজু বলেন, ‘আমরা যদি আমাদের সাহিত্য- সংস্কৃতি হারিয়ে ফেলি তাহলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো। একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সাংস্কৃতিক উন্নয়ন অনুস্বীকার্য। একটি দেশের সংস্কৃতি যত উন্নত সে দেশ তত উন্নত।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী আহŸায়ক কমিটির অন্যতম সদস্য ফারুক গজনবী বলেন, এই সংগঠনের ঐতিহ্যকে ধরে রাখা বর্তমান প্রজন্মের কাজ।তারা ভালো কিছু করতে চাইলে আমরা সহায়তা করবো।’
বিশিষ্ট সংগীত শিল্পী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হাসান আলী শাহ্ বলেন, ‘আমরা আবার নতুন করে শুরু করতে চাই। সৃষ্টি করতে চাই,আরো নতুনত্বের। মাসিক শ্রোতার আসরের মাধ্যমে জাগ্রত করতে চাই-জাতির বিবেকের।’ আলোচনা শেষে অনুষ্ঠিত হয় ঘরোয়া পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।