শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\‘দেশ কল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ন উদ্ভাবন’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন উর রশিদের সভাপতিত্বে ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দীন প্রধান, সুচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাল ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলী প্রমূখ। অনুষ্ঠানে পঞ্চগড়ে এনজিও ফাউন্ডেশনের ৯টি পার্টনার এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও