দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের স্মরণ সভায় বক্তারা
প্রকৃত দেশপ্রেমিক হতে হলে মরহুম এ্যাড. আজিজুর
রহমানের রাজনৈতিক আদর্শকে ধারণ করতে হবে
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি ও তার পরিবারবর্গের আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও বৃহত্তর দিনাজপুর আওয়ামী লীগের সভাপতি মরহুম এ্যাডভোকেট আজিজুর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম এ্যাডঃ আজিজুর রহমানের পুত্র বিশিষ্ট কথা সাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বিশিষ্ট কবি সাহিত্যিক ড. মাসুদুল হক, কবি জলিল আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী হাসান আলী শাহ্, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, বিশিষ্ট কলামিস্ট ও দৈনিক উত্তরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিনাত রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-উর-রশিদ ও কবি নিরঞ্জন হিরা। বক্তারা বলেন, প্রকৃত দেশপ্রেমিক হতে হলে বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাডভোকেট আজিজুর রহমানের রাজনৈতিক আদর্শকে লালন ও ধারন করতে হবে। বিশেষ করে আমাদের প্রজন্ম রাজনীতিবিদদের মরহুমের রাজনৈতিক কর্মকান্ড সমন্ধে প্রকৃত ইতিহাস জানাতে হবে। প্রধান বক্তা জাকিয়া তাবাসসুম জুঁই এমপি বলেন, আমার বাবা মরহুম আজিজুর রহমান রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলেই তাকে এতো দিন পর্যার আড়াল করে রাখা হয়েছিল। কিন্তু ইতিহাস কখনো বিলুপ্ত হয় না। আজ সময় এসেছে সাধারন মানুষ তাঁর সমন্ধে জানতে। শেষে মরহুমের রুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।