বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৬, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের  আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভ‚ঁইয়া মুক্তাকে শোকজ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন পঞ্চগড়-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড় যুগ্ম জেলা ও দায়রা জজ মোছাঃ মার্জিয়া খাতুন।
কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ২ ডিসেম্বর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী নামক বাজারে নির্বাচনী প্রচারণার আয়োজন করেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভ‚ঁইয়া। ওই নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর উপস্থিতিতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্য প্রদানকালে নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থককে হাড়হাড্ডি ভেঙ্গে দেয়ার জন্য সমর্থকদের নির্দেন দেন এবং বিপরীত প্রার্থীর সমর্থকদেরকে হুমকী প্রদান করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন।

সর্বশেষ - ঠাকুরগাঁও