পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি নিষিদ্ধ ইট ভাটায় অভিযান চালিয়ে ইট ভাটার একাংশ ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভাটা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে নিষিদ্ধ ইটভাটা অপসারনের নির্দেশ প্রদান করা হয়। রবিবার বিকালে পৌরশহরের চাপোড় এলাকায় এমবি ব্রিক্স নামে ইট ভাটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট গোলাম রব্বানী সরদার ও পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক ফারুক হোসেন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্যেট গোলাম রব্বানী সরদার বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্র আইন ২০১৩ অনুযায়ী স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত করণের লাইসেন্স না থাকায় এমবি ব্রিক্স ফিল্ডে ফায়ার সার্ভিস দিয়ে পানি ছিটানো হয় এবং বুল্ডোজার দিয়ে ভাটা ভেঙ্গে দেওয়া হয়। উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের ফায়ারিং সার্টিফিকেট ছাড়াই অবৈধ একাধীক ইটভাটায় পুরোদমে ইট পোড়ানোর কাজ অব্যাহত রয়েছে।