পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগয় সদর উপজেলায় ১৭৫ জন প্রবীণকে শীতবস্ত্র দিয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিক। গতকাল শনিবার পঞ্চগড় শাখা অফিসে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোছা. লায়লা আরজুমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির মামুন ও পঞ্চগড় এরিয়ার এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামানিক শামীম। পঞ্চগড় শাখা ম্যানেজার মো. জিয়াউল হকের সভাপতিত্বে ষাটোর্ধ্ব প্রবীণদের হাতে উন্নতমানের কম্বল তুলে দেয়া হয়। আটোয়ারী ও তেতুলিয়া উপজেলাতেও রিক কর্তৃক পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে অনুষ্ঠানো জানানো হয়। উল্লেখ্য, রিক প্রবীণ কল্যাণ কর্মসূচির মাধ্যমে প্রবীণদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।