মিজানুর রহমান হরিপুর ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের
হরিপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুলের জন্মদিন আজ। তবে বিশেষ এই দিনটিতে কোনো বিশেষ আয়োজন নেই এই রাজনীতিবিদের।
পরিবারের সদস্যদের নিয়ে গতকাল থেকেই জন্মদিনের ঘরোয়া আয়োজন পালন করছেন। সেই ধারাবাহিকতায় আজ এবং কালও নিজের বাসাতেই ছোট পরিসরে নিজেদের মধ্যে আনন্দঘন সময় কাটাচ্ছেন জিয়াউল হাসান মুকুল।
জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব না থাকলে বড় পরিসরে মিডিয়ার কাছের মানুষদের নিয়ে বেশ ঘটা করে এবারের জন্মদিন উদযাপনের ইচ্ছে ছিল। তবে একবারেই পরিবারের সদস্যদের নিয়েই শুধু দিনটি অতিক্রম করছি। অনুষ্ঠান না থাকলেও আত্মীয়-স্বজন, বন্ধু’ বান্ধব থেকে শুরু করে মিডিয়ার অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। বেশ ভালো লাগছে। সবার জন্য আমিও দোয়া করছি, আমরা যেন এই কঠিন সময়ে সুস্থ ও নিরাপদভাবে দিনযাপন করতে পারি।