একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কাহারোল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক এমপি গোপালসহ আওয়ামী লীগেরর নেতৃবৃন্দ।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর সাবেক এমপি গোপালসহ আওয়ামী লীগেরর নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছা. নাসিমা বেগম, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুব, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।