রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে কালের কন্ঠ শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ডিগ্রি কলেজ শিক্ষক কাউন্সিল রুমে বসুন্ধরা গ্রুপের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী তার স্বাগত বক্তব্যে বলেন,বসুন্ধরা গ্রুপের শুভসংঘের উদ্যোগে আমরা,প্রতি বছরে শীত কালীন সময়ে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র, করোনা ত্রান সামগ্রী, অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সেলাই প্রশিক্ষণ,গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ অসহায় বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে আসছি।
উদ্বোধনী সভায় প্রেসক্লাব সহ-সভাপতি ও কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেনন , উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, পুরাতনের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,দৈনিক ইনকিলাব প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রেসক্লাব পুরাতনের সহ-সভাপতি ও কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির।
এছাড়াও,প্রেসক্লাব সম্পাদক মো.বিপ্লব, যায়যায়দিন প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, আজকের পত্রিকা প্রতিনিধি খুরশিদ আলম শাওন, গণকন্ঠ প্রতিনিধি মাহাবুব আলম, ডেল্টা টাইম প্রতিনিধি নাজমুল হোসেনসহ বিভিন্ন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাড়া দেশের ন্যায় রাণীশংকৈল উপজেলায় কালের কন্ঠ শুভসংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৫ জন নারীকে ৩ মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেওয়া হবে।