শনিবার , ৪ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৪, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে তীব্র গরমেও থেমে নেই প্রার্থীরা। প্রচারর-প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন তারা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। উপজেলা জুড়ে চলছে নির্বাচনী নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্যপ্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা-সমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া-মহল্লায়।
উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে চিরিরবন্দর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার-প্রচারণায় ছুটে চলেছেন প্রার্থীর সমর্থকরাও। নির্বাচনকে ঘিরে উপজেলায় রয়েছে জনসাধারণেরর বেশ কৌতুহল। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে শুরু হয়েছে গণসংযোগ। বিভিন্ন পার্টি দিয়েও চলছে নির্বাচনী আলোচনা। সব মিলিয়ে বর্তমানে উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে উপর মহলের আর্শীবাদ পেতে সম্ভাব্যপ্রার্থীরা ছুটছেন এলাকার নির্বাচিত সংসদ সদস্যসহ হাই-প্রোফাইল ব্যক্তিদের নিকট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে সমানে প্রচার-প্রচারণা। পছন্দের মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে ছবিসহ পোস্ট দিচ্ছেন শুভাকাঙ্খী-সমর্থকেরা। এ পরিস্থিতিতে উপজেলার সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই আঁটঘাঁট বেঁধে মাঠে নেমে পড়েছেন। দৃশ্যত সরকারি দল আওয়ামী লীগ ঘরানার সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। দলীয় মনোনয়নের বিষয়ে বিধিনিষেধ না থাকায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার দিকেই নজর তাদের। ভোটের মাঠে বিএনপি-জামায়াত না থাকার ঘোষণা দেয়ায় নির্বাচনের মাঠে চলছে নানা মেরুকরণ। বিগত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অংশগ্রহণ করেনি। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. তারিকুল ইসলাম তারিক বিজয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছে না। দলটির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৈরি করেছেন সমর্থক গোষ্ঠী। সম্ভাব্য প্রার্থীরা নিজেরা ছাড়াও নিকটাত্মীয়, শুভানুধ্যায়ী ও অনুগত নেতাকর্মীরা ফেসবুকে চালাচ্ছেন প্রচারণা। কেউ কেউ নিজের ফেসবুক আইডিতে পোস্ট বুস্ট করেও সম্ভাব্য প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। অনেকেই দলীয় কর্মকান্ডসহ নানা তৎপরতার ছবি ফেসবুকে আপলোড করছেন। এখন ফেসবুক খুললেই শুধু ভেসে উঠছে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সমর্থন চাওয়ার আবেদন। ফেসবুকে কার পোস্টে কতো বেশি শেয়ার লাইক কমেন্ট হচ্ছে, তা নিয়েও চলছে আলোচনা। ফেসবুকের পাতা যেন হয়ে উঠেছে নির্বাচনী লড়াইয়ের এক আদর্শ মাঠ।
জানা গেছে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে চেয়ারম্যান পদে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, সাঁইতাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোকাররম হোসেন শাহ্।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সুমন চন্দ্র দাস, সাংবাদিক জামালউদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের আহŸায়ক আব্দুল্লাহ আল মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায় এবং বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর মেয়ে ওয়াজিদা খাতুন বেবি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
কয়েকজন সাধারণ ভোটার জানান, জনপ্রতিনিধি হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। তারা জনবিচ্ছিন্ন কোনো প্রার্থীকে নির্বাচিত করতে চান না। আরও জানান, তারা শতভাগ যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন। আগামী ২৯ মে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচনে জনবান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। উপজেলা জুড়ে নির্বাচন নিয়ে এখন সর্বত্রই চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শ্রমজীবীদের জন্য বীরগঞ্জে মোড়ে মোড়ে ঠান্ডা পানির বোতল তৃষ্ণার্তদের জন্য সোহেল আহমেদ

তেঁতুলিয়ায় বিনামূল্যে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

দিনাজপুর রাজ দেবোত্ত এষ্টেটের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংবর্ধনা প্রদান

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল্লাহ আল মামুন জীবনের নিরাপত্তাসহ নির্বিগ্নে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

দিনাজপুর শহরের হোটেল ও ফল ব্যবসায়ীকে জরিমানা

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে-ডাঃ আমজাদ নৌকা প্রতীক পেলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো

বোচাগঞ্জ বাসীর বিশাল মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে অভুতপুর্ণ বিপ্লব সাধন করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি