পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতসমূলক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. শামীম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ। মূল আলোচক ছিলেন নুরুন আলা নুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র ও খ্রিস্টান ধর্মীয় নেতা জ্যাকব সরকার। সংলাপে অন্যান্যের মধ্যে পঞ্চগড় সদর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, সাংবাদিক সফিকুল আলম, মাওলানা জয়নাল আবেদীন, সমাজকর্মী পরেশ চন্দ্র বর্মণ অংশ নেন। সংলাপে মুসলমান, সনাতন ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতা, মসজিদের ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।