রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০ ডিসেম্বর নন্দদুয়ার ইউনিয়ন ফেডারেশন আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়।
জিংক ও আয়রন সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৮টি ইউনিয়নে ৯০০ জন কৃষকের মাঝে ব্রি ধান ৭৪, ব্রিধান ৮৪ ও বঙ্গবন্ধু ১০০ জাতের ভিত্তি ধানের বীজ বিতরণ করা হয়েছে।
হারভেস্ট প্লাস এর বাস্তবায়নে রিঅ্যাক্টস-ইন প্রজেক্টের আওতায় ১০৫ জন কিষানীর মাঝে উক্ত কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে নন্দদুয়ার ফেডারেশনের সভাপতি শমেলা রাণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল অফিসার (কৃষি) কৃষিবিদ রবিউল আলম, সোসাল ডেভেলোপমেন্ট সুপারভাইজার শশীউল ইসলাম আঞ্চলিক ব্যবস্থাপক নাজিম হোসেন, সাংবাদিক মাহাবুব আলম প্রমূখ।