হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের
সঙ্গে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ মে (রবিবার) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলামিন বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।