বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অাজ ২৩ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ খালেদ মোহাম্মদ জাকী বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন ও এক সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে উক্ত সুধি সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লা, উপজেলা কৃষি অফিসার মোঃ আলাউদ্দীন শেখ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম প্রমুখ। এসময় বিশিষ্ট শিল্পপতি আব্দুল হান্নান, সমাজ সেবা অফিসার মোঃ পিয়ারুল ইসলাম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নবি হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায় উপস্থিত ছিলেন – মত বিনিময় ও সুধি সমাবেশ শেষে বোচাগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৪ জন নারী, পুরুষ ও শিশুদের মাঝে ৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন এবং উপজেলা বিভিন্ন ইউনিয়নের গ্রাম্য পুলিশের মাঝে নতুন বাই সাইকের বিতরন করেন প্রধান অতিথি।