সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে চাচাতো ২ ভাইয়ের জমজমাট লড়াই জমে উঠেছে !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৫, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ের ৩টি সংসদীয় আসনের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ঠাকুরগাঁও-২ আসন। ইতিমধ্যে প্রতীক বরাদ্দের পর পরই জমজমাট লড়াই শুরু হয়েছে আপন চাচাতো ২ ভাইয়ের মধ্যে। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও নৌকার প্রার্থী ও এ আসনের সাবেক এমপি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন ও তার আপন চাচাতো ভাই বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আলী আসলাম জুয়েলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অত্র এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়।
এ দুজন ছাড়াও নিজের ফুফাতো বোন জাতীয় পার্টির প্রার্থী জেলা জাপার সহ-সভাপতি নুরুন নাহার বেগম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রিম্পা আক্তার (ডাব প্রতীক) ও সোফা প্রতীকে মো: আব্দুল কাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের ২টি ইউনিয়নের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ৫ জন প্রার্থী হলেও সুজন ও জুয়েলের মধ্যে হবে জমজমাট লড়াই। আপাতত ২ জনই সমান তালেই সভা, সেমিনার, গণসংযোগ সহ অন্যান্য নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছেন। এ আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী সুজন ও স্বতন্ত্র প্রার্থী জুয়েলের মধ্যে যে কোন একজন জয়লাভ করতে পারেন। বিএনপি-জামায়াতের ভোটারদের উপরে নির্ভর করছে যে কোন প্রার্থীর জয়লাভের বিষয়টি। যদি সাধারণ ভোটাররা ও বিশেষ করে জামায়াত-বিএনপির সমর্থকেরা ভোট দিতে আসেন তাহলে ফলাফল আলাদা হবে; আর যদি ভোট দিতে না আসেন তাহলে ফলাফল আলাদা হতে পারে বলে ধারনা তাদের।
উল্লেখ্য, সীমান্ত ঘেষা বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার আংশিক নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন, হরিপুর উপজেলায় ১ লাখ ১০ হাজার ১৬৬ জন এবং রানীশংকৈল উপজেলায় ৩৯ হাজার ৮৯৪ জন। তবে ঠাকুরগাঁওয়ে ৩টি আসন হলেও সাধারণ মানুষজন উদ্বেগ-উৎকন্ঠার সাথে তাকিয়ে রয়েছে ঠাকুরগাঁও-২ আসনের দিকে। প্রশাসনও করা দৃষ্টিতে রেখেছে এ আসনটিকে বলে ধারানা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদুল ফিতর ও নববর্ষে আমদানিÑরপ্তানী ৭ দিন বন্ধ

বীরগঞ্জে ভ্যাকুর আঘাতে শিশু মৃত্যুতে থানায় মামলা

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

হরিপুরে বেশি দামে সার বিক্রি করায় ৫ডিলারকে ১ লক্ষ১০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন

বালিয়াডাঙ্গীতে সেনা সদস্য’র মৃত্যুর ঘটায় শোক

ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করলেন আ.লীগের- ৩, বিএনপির-১

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

ঠাকুরগাঁওয়ের ছোট শিশু অহেদাকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !