বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ও বর্তমানের সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসনে নৌকার প্রার্থী হুইপ ইকবালুর রহীমকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করতে ব্যবসায়ী সমাজসহ সকলকে সম্মিলিত ভাবে ভোটের মাঠে ঐক্যবদ্ধভাবে কাঁেধ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার রাতে দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে নাগরিক কমিটি আয়োজিত সংগঠনের মুন্সিপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন।
তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক র্নিদেশনা ও পরিকল্পনায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে চলতে শুরু করেছে। যে কারণে দেশ আজ বিশ্বের দরবারে নিজেকে স্বমহিমায় সু-প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাই সদর ৩ আসনের প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপিকে বিজয়ী করতে ঘরে বসে থাকলে চলবে না,আমাদের সকলকে ভোটের মাঠে নির্বাচনী প্রচার ও প্রচারণায় সম্মিলিত ভাবে এগিয়ে যাওয়া দরকার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে প্রতিটি আসনে নৌকার প্রার্থী বিজয় নিশ্চিত করা অত্যান্ত জরুরী। দিনাজপুর সদরের উন্নয়ন করতে হলে নৌকার মাঝি ইকবালুর রহিমের কোনো বিকল্প নেই,নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে আমরা স্মার্ট দিনাজপুর গড়ে তুলবো।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এবং নাগরিক কমিটির সদস্য সচিব আবু তৈয়ব আলী দুলাল,নাগরিক কমিটির সদস্য স্বরূপ বকসী বাচ্চু, গোলাম নবী দুলাল, মোসাদ্দেক হোসেন,মাজেদুর রহমান দুলাল,মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু,জহির শাহ,রেজাউল রহমান হিরু,মোজাম্মেল হক বকুস,মতিউর রহমান, আব্দুস সাত্তার ও শামীম কবীর প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন শ্রেনী পেশার নেতাকর্মী ও সমর্থকেরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নাগরিক কমিটির উদ্দ্যোগে ব্যবসায়ীদের মাঝে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা কর্মসুচী পালন করা হবে। এজন্য সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে অস্থায়ী কার্যালয়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।