শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার মার্কা উন্নয়নের সুফল প্রত্যেক ঘরে, বিজয় সুনিশ্চিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৯, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত। সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে নৌকার উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) রাতে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে কবিরাজ হাটে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের মানুষ নৌকা ছাড়া কিছু বুঝে না। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। তারা মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে। আগুনে পুড়ে মানুষ হত্যা করে, গুলি করে হত্যা করে। দেশে মানুষ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে নিরাপদ।
৮নং ভোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমানের এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আ. করিম, শ্রম বিষয়ক সম্পাদক আমজাদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামিম ফিরোজ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খাইর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী, ৮নং ভোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হরিপদ রায়, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির মদিনা, ৭নং মোহাম্মদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল বাসেদ, ভোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসক অটিস্টিক ব্যক্তিদের মানবিক ও সহানুভূতির দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য

হরিপুরে ছাত্রদলের প্রচার সম্পাদক এখন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায় জেলা সিএসও ত্রৈমাসিক সভা

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার

সমাজসেবক না হলে ভালো রাজনৈতিক হওয়া যায় না —-হুইপ ইকবালুর রহিম এমপি

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো চালু হলো সিজারিয়ান অপারেশন

পৌরসভা নির্বাচন মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭ জন, রানীশংকৈলে ১২জনের মনোনয়ন পত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুর টাপেন্টাডল ও-মরফোন ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

শেখ হাসিনা এতিম অসহায়দের টাকা দেয় আর খালেদা জিয়া টাকা আত্মসাৎ করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি