বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে আগাম জাতের গ্রীষ্মকালীন ফুলকপির চাষে লাভবান কৃষক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আগাম ফুলকপি চাষ করে অনেক কৃষক ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। আর আগাম এই ফুলকপির চাহিদা ও বাজার দুটোই ভালো থাকার কারণে এর চাষের পরিধি বাড়ছেই। এতে কৃষকও লাভবান হচ্ছে। বাজারে আসা ফুলকপি-বাঁধাকপি ব্যাপক চাহিদা থাকায় আশানুরূপ দামে বিক্রি হওয়ায় পুঁজির পাশাপাশি দ্বিগুণ লাভের আশা করেন কৃষক। তাই স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

গত মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ মমিনুল ইসলাম এক একর জমিতে আগাম জাতের গ্রীষ্মকালীন ফুলকপি চাষ দেখতে পরিদর্শনে আসেন রংপুর কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার মোঃ শাহাদৎ হোসেন।

পরিদর্শনকালে তিনি বলেন, কৃষি খাত এখন বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে। কৃষকরা একদিকে যেমন আগাম বিভিন্ন ধরনের সবজি চাষ করে লাভবান হচ্ছেন তেমন এলাকার চাহিদা পূরণ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।

তিনি বলেন, বীরগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন আগাম ৫২ হেক্টর জমিতে ফুলকপি চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সব সময় তদারকি করা হচ্ছে। কোন সময় কি বালাইনাশক ব্যবহার করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. হায়দার আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জিল্লুর রহমান।

কৃষক মো. মমিনুল ইসলাম জানান, এক একর জমিতে তিন জাতের ৫৬ হাজার ফুলকপির চারা রোপন করা হয়েছে। ইতিমধ্যে তিনি ফুলকপি বিক্রি করা শুরু করেছেন।তার সর্বমোট খরচ হয়েছে সাড়ে তিন লাখ টাকা। এ টাকা তুলো তিনি দশ লাখ টাকা লাভ করবেন বলে জানিয়েছেন। আগামীতে এর পরিধি আরো বাড়বে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। তাছাড়া সব সময় উপ-সহকারীরা উপজেলার ১১টি ইউনিয়নের কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আটোয়ারীতে বিদ্যুৎ স্পর্শে সমস্ত শরীর ঝলসে গেছে এক নির্মাণ শ্রমিকের

এক যুগ পর অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি রাণীশংকৈল ডিগ্রি কলেজের

হিলি স্থলবন্দরে টানা ৬দিন আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের অবৈধ র্নিবাচন ও কার্যনির্বাহী কমিটি বাতিল দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হত্যার ২ আসামী গ্রেফতার

স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে আলোকিত রাণীশংকৈল পৌর শহর

আটোয়ারীতে নবাগত ডাক্তারদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বোদায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা, শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ প্রদান

চিরিরবন্দরে ত্রæটিপূর্ণ সিজার অপারেশনে  প্রসূতির মৃত্যুর অভিযোগ

চিরিরবন্দরে ত্রæটিপূর্ণ সিজার অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ