বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় ৬০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৮, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ শুকুর আলী (৩৭), মমিনুল ইসলাম (৩৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার ময়দানদিঘী ইউপির ময়দানদিঘী বাজারস্থ জনৈক মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে বহন করে নিয়ে আসার সময় তাদের আটক করা হয়। আটককৃত মোঃ শুক্কুর আলী(৩৭) উপজেলার ফুটকিবাড়ি পাগলাপাড়া গ্রামের মৃত সামছুল হক ফকির এর ছেলে এবং মমিনুল ইসলাম(৩৫) কাউয়াল গুচ্ছগ্রামের মোঃ আব্দুল মালেক এর ছেলে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনর্চাজ মোঃ মোজাম্মেল হক জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে গতকাল বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও