বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন সহ ৫ জয়িতাকে সংবর্ধনা প্রধান হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু। আলোচনা শেষে সফল জননী নুরনেহার বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শাহিনা আক্তার, অর্থনৈতিক ভাবে সফল নারী আরতী রানী রায়, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নাজমুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শিপলা কর্মকারকে সনদ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে ইএসডিও এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ব্যানারে মানববন্ধন অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।