বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর, প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলার দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিকী বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আসর হতে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,বিপ্লবী কণ্ঠস্বর মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, ২য় বক্তা হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান নুরী।
মাহফিলেও মোহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হকের পৃষ্ঠপোষকতায় ও আলহাজ্ব জহরুল হক মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া (জাকা)। বিশেষ অতিথি বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান (শাহীন) চৌধুরী শাহিন, সাবেক চেয়ারম্যান মজিদুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সহ আরো অনেকেই।
মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিতে তাফসীরুল কোরআন মাহফিল সফল ও স্বার্থক হয় এবং দূর দূরান্ত হতে প্রত্যেক দ্বীনি মুসলমান ভাইয়েরা মাহফিলে আসায় যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।