মোঃ শামসুল আলম. বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্রেড ফর দ্যা জার্মানী এর সহযোগিতায় পল্লী শ্রী প্রোমোটিং অপরচুনিটি ফর ইউমেন ইম্পাওয়ার প্রজেক্ট এর আয়োজনে উপজেলার ৬টি ইউনিয়নের সিবিও নারী সদস্যদের সভাপ্রধানের মাঝে স্মার্ট ফোন বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে স্মার্ট ফোন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার। প্রকল্পের প্রোগ্রাম ম্যাজোর মোঃ সেলিম রেজার সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার মোছাঃ শাহিনা আক্তার এর সঞ্চালনায় এছাড়াও সভায় উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ সোয়াইবা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন, উপজেলা (উদ্ভিদ) সংরক্ষন কর্মকর্তা মোঃ রাসেল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, পল্লী শ্রীর ফেসিলেটেটর মোছাঃ ফেরদোসি বেগম সহ সিবিও নারী সদস্যগণ উপস্থিত ছিলেন। পল্লী শ্রীর পক্ষ থেকে স্মার্ট ফোন ফেয়ে দারুন খুশি সিবিও নারী সদস্যগণ। উল্লেখ্য যে নারী অধিকার ও নারী ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে পল্লী শ্রী দীর্ঘ দিন থেকে এ উপজেলা কাজ করছে। পল্লী শ্রী’র সহযোগিতায় অনেক পরিবার দারিদ্রতাকে জয় করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন।