বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত সি, আর মামলায় পলাতক আসামীকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও অভিনব কায়দায় বীরগঞ্জ থানার এস,আই আবু হাসনাত জামানের নেতৃত্বে কনেস্টবল মামুনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গ্রামের অভিযান চালিয়ে মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ আলতাফ (২৮)কে বাড়ী থেকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছেন। এ ব্যাপারে এস আই আবু হাসনাত জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আলতাফ মামলায় ছয় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আলতাফ পুলিশের চোখে ফাঁকি দিয়ে আসছিল। অভিনব কায়দায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ারা ৭৫/১৪ মোকদ্দমা, বিজ্ঞ যুগ্ম দারাজ দিনাজপুর কর্তৃক জারিকৃত মামলা রয়েছে। উল্লেখ্য যে, ১৮ জানুয়ারী২০২১ তারিখে বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান রংপুর বিভাগীয় শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছিলেন।