দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক এর উদ্যোগে মঙ্গলবার কলেজের অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠ গ্রহনের নিয়মিত উপস্থিতির বিষয়ে ‘ডিজিটাল উপস্থিতি’ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক। বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান, শিশু বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ মশিউর রহমান, উপস্থিতি পরিষেবা প্রদানকারী ও প্রযুক্তি প্লেক্সাস এর পক্ষে মেহেদী হাসান সেমিনারের উপস্থাপনা করেন।
একই দিন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যায়নরত নভেম্বর-২০২১ এর ১ম বৃত্তিমুলক এমবিবিএস পরীক্ষায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অধিকারী ৫জন শিক্ষার্থীকে এসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, এসিআই লিমিটেডের হেড অব এমএসডি ডাঃ রুমানা দৌলা প্রমুখ।