স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি.পি), যিনি স্কাউটদের কাছে বিপি নামে পরিচিত। দিনাজপুরে তার ১৬৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালী, কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।
বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় কাঞ্চন মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা, জেলা ও সদর উপজেলা রোভার এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূর-এ-আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা রোভার কমিশনার অধ্যক্ষ জালাল উদ্দিন মজুমদার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কমিশনার মো. মাতলুবুল মামুন, সহকারী কমিশনার সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর সদর উপজেলা কমিশনার বুনু বিশ্বাস, সহকারী কমিশনার মো. ফজলুল রহমান, জেলা রোভারের সাবেক কোষাধ্যক্ষ মো. মোজাহার আলী, সাবেক সম্পাদক মো. জহুরুল হক, জেলা স্কাউটস-এর অফিস স্টাফ মো. আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জেলা রোভার আদর্শ মহাবিদ্যালয়ের মৃত্তিকা সেন।
আলোচনা শেষে কেক কেটে স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি.পি)-এঁর ১৬৭তম জন্মদিন পালন করা হয়। এরপর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মাস্ক বিতরণ, স্কাউট ও রোভার সদস্যদের মাঝে সমাজ উন্নয়ন এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর পূর্বে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এদিকে স্কুল পর্যায়ে দিনাজপুর রাজবাটী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি.পি)-এঁর ১৬৭তম জন্মদিন পালন করা হয়।