বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-০১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মকসুদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, জেলা পরিষদ সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।