রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে অতি দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন অনুষ্ঠান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে ওযার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র আয়োজনে অতি দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বেইস মিতালি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী, পাল্টাপুর ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ শফিকুর রহমান, নিজপাড়া ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মিলন হোসেন প্রমুখ।
এসময় উপকারভোগী এবং বিভিন্ন গ্রামের উপকারভোগী ও ভিডিসি’র সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও