বিকাশ ঘোষ বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা উপকরণ, কোচিং-ফি ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের দীপশিখা আই.পি.ডি. এস প্রকল্পের আয়োজনে ডি.আর.আর এ, প্রাইড কর্মসূচী সহযোগিতায় বিতরণী অনুষ্ঠানে মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপশিখা ভবানীপুর শাখার প্রকল্প সমন্বয়কারী আশুতোষ কর্মকার। এসময় মরিচা ইউপি সচিব হেমন্ত কুমার রায় সহ প্রতিবন্ধীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।