রবিবার , ৩ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জায়গা পরিদর্শন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৩, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে প্রথম ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর ভূমিহীন ও গৃহহীন পরিবাররের ৮৯৮ ঘর পুনরায় নির্মাণ করার লক্ষ্যে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের- ২ উপ-প্রকল্প পরিচালক মো: ইলিয়াস মেহেদী।

শুক্রবার (১ মার্চ -২০২৪) সকালে উপজেলার শিবরামপুর, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, মোহনপুর ও মরিচা ইউনিয়নে ওই প্রকল্পের ঘর পুনরায় নির্মাণের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন তিনি।

এসময় আশ্রয়ণ প্রকল্পের- ২ উপ-প্রকল্প পরিচালক মো: ইলিয়াস মেহেদী জানান, সারাদেশে ১০৪৮ আশ্রয়ণ প্রকল্পের ঘর পুনরায় নির্মাণ এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় ৮৯৮ ঘর পুনরায় নির্মাণ করা হবে। তার সফরসঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ ও ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী জানান, বীরগঞ্জ উপজেলার ৮ শত ৯৮ গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য ‘আশ্রয়ণ–২’ শীর্ষক একটি প্রকল্পের প্রথম ধাপে উপজেলা প্রশাসনের পাঠানো তালিকার ভিত্তিতে গৃহহীন মানুষকে এসব ঘর দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মাণে খরচ হবে প্রায় ৩ লাখ সাড়ে ৪ হাজার টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও