শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৭, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্র মানুষের শান্তির জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। বিভিন্ন ধরনের ভাতার দিয়ে আসছেন। এ দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এদেশকে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতা প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে উন্নত দেশের কাতারে।
তিনি আরও বলেন,“দেশের উন্নয়ন বাস্তবায়ন, প্রকৃতি’কে সুস্থভাবে ধারণ ও মানবতার সেবায় নিরব ভাবে কাজ করে যাচ্ছে, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। মানুষের উন্নয়ন ও মনন বিকাশের কাজ করে যাওয়ার পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করছে এই প্রতিষ্ঠান। প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র যেভাবে কাজ করছে, তেমনিভাবে ধনার্ঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যথাসাধ্য এগিয়ে আসা প্রয়োজন। তবেই দেশ এগিয়ে যাবে। অনেকের দুঃখ-দূর্দশা লাঘব হবে।
শনিবার দিনাজপুর দিগন্ত শিল্পী গোষ্ঠী চত্বরে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে ও প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় অসহায় ও দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা প্রমুখ।
প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এস.্এম. খালেকুজ্জামান রাজুর সভাপতিত্বে এবং প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুরের স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বিশিষ্ট ধারাভাষ্যকার সৈয়দ মো.রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ইমমদাদ সরকার ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী, সহ-সভাপতি জহির খান, দিগন্ত শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফারুক গজনবী, সাবেক ফুটবলার তরু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু,সাবেক কাউন্সিলর মোস্তাফা কামাল মুক্তি বাবু, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন,সহ-সভাপতি মো.শামীম শেখ.অর্থ সম্পাদক মিনারুল ইসলাম মিনার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকিদ হায়দার শিপন, কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক, চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আরমান হোসেন প্রমুখ।
প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে দিনাজপুরে অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শহরের চাউলিয়াপট্রি-পাহাড়পুর মিলনালয়তন সমিতি, দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগার চত্বরে অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বিতরণকৃত শীতবস্ত্র কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শীতার্ত মানুষ।
আগত অতিথি ও গুণিজনেরা মহতি উদ্যোগের ভূষিত প্রসংশা করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মতো ধনার্ঢ্য ব্যক্তি ও সামর্থ প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ, হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর জেলায় জেঁকে বসা শীতের শুরু থেকেই প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছে। প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় দরিদ্র-অসহায় দুঃস্থ-শীতার্তদের মাঝে শুধু কম্বল বিতরণ নয়,বিভিন্ন উৎসব এবং করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবা দিয়ে আসছে,এ জেলায়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান আহত ও সাবেক মেম্বার নিহত

রাণীশংকৈলে ইউপি সদস্যদের শপথ গ্রহন

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

হরিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ

বিরামপুরে আশরাফুলের দোকানে খেতে আসে ঝাঁকে ঝাঁকে কবুতর

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

বীরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরির প্রশিক্ষনের উদ্বোধন

দিনাজপুরে লিমা’স কিচেন-এর বেসিক বেকিং এন্ড বেকারী কোর্স ১ম ব্যাচের উদ্বোধন

দিনাজপুরে লিচু-আমসহ ফলের বাজারজাতে মাহালি স¤প্রদায় বাঁশের খাঁচা বা টুকরি তেরীতে এখন ব্যস্ত