বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে ভূমিহীণ ও গৃহহীণদের ঘর নির্মাণ নিয়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর টাস্কফোর্স কমিটির আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ -২০২৪) সকাল ১১ টায়
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক জেলা প্রশাসক শাকিল আহম্মেদ।
এসময় বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় নেতৃবন্দ, স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ জানান,বীরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ১হাজার ৩শত পরিবারকে ভূমিহীণ ও গৃহহীণদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়া ৯৯৮টি ঘরে কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, ‘ক’ শ্রেণি বলতে বুঝায়, যাদের জায়গা এবং ঘর কিছুই নেই। ‘খ’ শ্রেণি বলতে বুঝায় যাদের কমপক্ষে জায়গা আছে ঘর নেই।