শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো মিলের ছাই ও ধুলোবালুতে অতিষ্ঠ সেতাবগঞ্জ পৌরবাসী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৬, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ব্যবসা কেন্দ্রিক উপজেলায় পরিণত হওয়ার কারনে যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো রাইস মিলের ছাই, অবৈধ ট্রাক্টার ও সড়কের ধুলোবালুতে অতিষ্ঠ হয়ে পরেছে সেতাবগঞ্জ পৌরবাসী।
কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাসাবাড়ী ও স্কুলের পাশে গড়ে উঠেছে অটো রাইস মিল। এসব অটোমিলের ছাই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কে ব্যহত করে তুলেছে। ঘড় থেকে বের হলেই চোখে চশমা পড়া জরুরী হয়ে দাঁড়িয়েছে। এই চশমাও অনেক সময় কোন কাজে আসছে না। চশমার ফাক দিয়ে চোখে ঢুকে পড়ছে অটো মিলের ছাই। বাসা বাড়ীর ছাদ, গাছপালা, ভেজা কাপর ও রান্নাকরা খাবার নষ্ট হচ্ছে উড়ে আসা ছাইয়ে কারনে। বোচাগঞ্জ উপজেলায় ৩৫টির মত অটো রাইস মিল চলমান আছে, তাতে হাতে গোনা কয়েকটি অটো মিলে ছাই-ক্লোন (ছাই উড়া প্রতিরোধক) ব্যবস্থা থাকলেও অধিকাংশ মিলে তা নেই। এতে করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের নিয়ে বিপাকে পরেছে অভিভাবক মহল। আগুন ঝড়া ফাগুনের বাতাস শুরু হতে না হতেই অটো মিলের ছাইয়ে সয়লাব পৌরসভার অলিগলি। পৌরশহরের প্রতিটি বাসাবাড়ীর ছাঁদ কিংবা টিনের চালায় জমা হচ্ছে কালো ছাইয়ের আস্তর। নষ্ট হচ্ছে গাছপালা, ফুলের বাগান ও টিনের চালা। নষ্ট হচ্ছে পরিবেশ। পাশাপাশি অবৈধ ট্রাক্টর ধুলোবালি উড়িয়ে বীরর্দপে দাপিয়ে বেড়াচ্ছে সেতাবগঞ্জ পৌরশহরের অলিগলি। এইসব ট্রাক্টারের নেই কোন প্রয়োজনী কাগজপত্র। তারপরও চলছে ঐসব অবৈধ ট্রাক্টার। এই ট্রাক্টারের কারনে ঘটছে সড়ক দুর্ঘটনা। এর মাঝে নতুন ভোগান্তি যোগ হয়েছে দিনাজপুর সেতাবগঞ্জ সড়ক উন্নয়নের কাজ। এই কাজের কারনে সেতাবগঞ্জ পৌরসভার প্রধান সড়ক স্কুল রোড হতে উপজেলা গেইট হয়ে মালিপাড়া পেট্রোল পাম্প প্রযন্ত সড়কে সৃষ্টি হয়েছে ধুলোবালুর স্বর্গরাজ্য।
দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুবায়েত আমিন রেজা জানান, প্রতিটি অটো রাইস মিলে ছাই-ক্লোন স্থাপনের কথা থাকলেও আমরা তা শত ভাগ বাস্তবায়ন করতে পারিনাই। তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিটি অটো রাইস মিলে ছাই-ক্লোন স্থাপন বাস্তবায়ন করা হবে।
অভিভাবক মহল দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়ী ও স্কুলের পাশে গড়ে উঠা অটো রাইস মিল অন্যত্র সরিয়ে নেয়ার দাবী জানান। পৌরশহরের ধুলোবালি এবং অটোমিলের ছাইয়ের কারনে বেড়ে যেতে পারে চক্ষু রোগী ও শহরের ধুলোবালুর কারনে স্বাসকষ্টের মত জটিল রোগীর সংখা। সেতাবগঞ্জ পৌরসভাসহ উর্ধোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সাধারণ মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষাবোর্ডে শুরু হলো সোনালী ব্যাংকের শাখা

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিভিল সার্জনের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, থানায় স্বামীর আত্মসমর্পণ

ভবন আছে, চিকিৎসক নেই, সেবা বঞ্চিত রোগী খানসামা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

দিনাজপুর জেলা ইমাম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসলামে মানবতাবোধ আছে বলেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে

দিনাজপুরে প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রংপুর ও রানার্স আপ দিনাজপুর

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর-মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নানা আয়োজনে হরিপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত