দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এবার গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার আটক মাদককারবারি আকরাম হোসেনকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে পার্বতীপুর উপজেলার হরিরামপুরের মোল্লাপাড়ায় ঐ মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি চৌকস দল । তল্লাশি চালিয়ে ঘরের ভিতরএকটি ট্রাঙ্কের কাপড়ের সাথে কৌশলে লুকিয়ে রাখা প্লাষ্টিক দিয়ে মোড়ানো ৬কেজি গাঁজা জব্দ করে। গ্রেফতারকৃত মাদক কারবারি আকরাম হোসেন একই এলাকার আব্দুল মতিন মোল্লার ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর, মাদকের বিস্তার ও চোরাচালান রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।