পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় কালেক্টরেট চত্বরে সোনালী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার দ্বিতীয় এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বুথের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সোনালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, পঞ্চগড় শাখার ব্যাবস্থাপক রেজাউল করিমসহ সোনালী ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।