হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কামারপুকুর সেন্টার সংলগ্ন বধ্যভূমিতে এ মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালিত হয়। পরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্পসহ প্রমূখ।
এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী।