মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
শুভ কাজে সবার পাশে-শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে দৈনিক কালেরকণ্ঠ শুভ সংঘের আয়োজনে এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় শুভ সংঘের নেতাকর্মীরা উপজেলার চার শত উপকার ভোগীর হাতে শীতবস্ত্র তুলে দেন। দৈনিক কালেরকণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ এমএ মান্নান, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন,, শুভ সংঘের পরিচালক মোঃ জাকারিয়া জামান, আটোয়ারী শুভ সংঘের সভাপতি মোঃ রাব্বু হোসেন, সম্পাদক মোঃ জাহেদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, শুভ সংঘের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহ আটোয়ারী থানার অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
মূলতঃ দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগওলোর মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বিলিকৃত কম্বল পেয়ে উপকার ভোগীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য প্রাণভরে দোয়া করেন এবং ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত রাখতেও তাঁরা অনুরোধ করেন।