ঠাকুরগাঁও: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, সিভিল সার্জন ডা: মাহফুজার সরকার সরকার, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত জানানো হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।