মঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ব্যস্ত সময় পার করছে নরসুন্দররা!

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৯, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃঈদের প্রস্তুতি প্রায় শেষ, কেনা-কাটা শেষের পথে। এক দিন পর মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এখন সময় নিজেকে পরিপাটি করার পালা। ঈদের আগের শেষ সময়টায় নিজেকে একটু পরিপাটি করে তুলতে ছেলে-বুড়ো সবাই চুল-দাঁড়ি কাটার প্রয়োজনে নরসুন্দরদের কাছে যাচ্ছেন।আর সেই কারণে ব্যস্ত সময় পার করছেন নরসুন্দররা।পীরগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকায় সেলুন গুলোতে গিয়ে দেখা যায়, প্রতি ঈদের মতো এবারও ব্যস্ত সময় পার করছেন নরসুন্দররা।স্বাভাবিক দিনের সময়ের চেয়ে পারিশ্রমিকও নিচ্ছেন বেশি, তাদের দাবি মানুষ খুশি হয়ে তা দিচ্ছেও। দিনরাত সমান তালে কাজ করতে দেখা যায় তাদের। দোকানে ব্যস্ততা থাকায় অনেকেই নির্ঘুম রাত পার করছেন।দেখা গেছে, শহরের সেলুনগুলোতে চুল কাটার জন্য অপেক্ষায় মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকায় অন্তরের সেলুনে গিয়ে দেখা যায় সেখানে ভিড় করছে বিভিন্ন বয়সের তরুণরা। অন্তর নামে ওই সেলুনটির মালিক জানান, তার সেলুনে তিনি সহ ৩ জন কাজ করেন, ৩ জনেই ব্যস্ত কারোরই দম ফেলার ফুসরত নেই। শাকিল হাসান নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, গতকাসকালে বেশ কয়েকবার এসেছিলাম শিডিউল ( সিরিয়াল) খালি না পেয়ে ফিরে গিয়েছি। তাই সন্ধ্যার সময়টা বেছে নিয়েছি। এই সময় ব্যস্ততা একটু কম থাকায় শিডিউল পেয়েছি।ফারুক হোসেন নামে আরেক যুবক বলেন, অন্য সময় মাথার চুল কাটাতে ৭০/৮০ টাকা লাগলেও ঈদের এ সময়ে দিতে হচ্ছে ১শ থেকে ১শ ২০ টাকা। সেভ করতেও দিতে হচ্ছে বাড়তি টাকা।পৌর শহরের প্রাণী সম্পদ কার্যালয় রোডের নরসুন্দর দুলাল বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন অনেক কষ্টে ছিলো এ পেশার লোকজন। ঈদকে কেন্দ্র করে ব্যবসায় কিছুটা স্বস্তি মিলেছে। সেলুনগুলোতে মানুষ আসছে। গত দুই-তিন দিন আগ থেকে কাস্টমারের চাপ কিছুটা বেড়েছে। ব্যস্ততার কারণে বাড়ি ফিতরে হচ্ছে গভীর রাতে।পীরগঞ্জ প্রেস ক্লাব রোডের নরসুন্দর হৃদয় বাবু বলেন, দাঁড়ি সেভ করা ও কাটার জন্য ৫০ থেকে ৭০ টাকা এবং চুল কাটতে দিতে হচ্ছে ৮০ থেকে ১শ টাকা। সবকিছুর দাম বেশি, তাই পারিশ্রমিক বাড়ানো হয়েছে।সেনুয়া বাজার এলাকার সাদ্দাম নামে আরেক ব্যবসায়ী বলেন, দুই ঈদ ও পূজা কেন্দ্রিক তাদের ব্যবসা। তাই ঈদের সময় সারারাত ও ঈদের দিন নামাজ এর পর কর্মব্যস্ত সময় পার করতে হয়।এ নরসুন্দর বলেন, ঈদের এ মৌসুমটাকে পারিশ্রমিক একটু বেশি নেওয়া হয়, তবে তা জোর করে নয় যারা সেলুনে আসেন খুশি হয়েই বেশি করে দেন।আরিফ হোসেন নামে এক ব্যক্তি বলেন, খুশি করে আমরা ১০/২০ টাকা দিতে পারি, অতিরিক্ত দাম বাড়ানোটা ঠিক নয়। ঈদ সবার জন্য এসেছে শুধু তাদের জন্যর একার নয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তীব্র শীতে জবুথবু আটোয়ারীর মানুষ

রাণীশংকৈলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

বোচাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৯ বোতল ফেন্সিডিল ও বিপুল পরিমাণ অর্থসহ ৩ মাদক সেবীকে গ্রেফতার

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সামাজিক সম্প্রীতি’ কমিটি গঠনের লক্ষ্যে সভা

আনোয়ারা বেগম, গাভী পালন করে ভাগ্যবদল

ঠাকুরগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে সভা !

দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় বাংলাবান্ধা আমদানী-রপ্তানীকারক গ্রæপের সংবাদ সম্মেলন বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোষ্টে দ্রæত ভারতীয় ভিসা চালুর দাবি

তেঁতুলিয়ায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি এক রাতে