বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে ইকোÑসোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্প আয়োজিত ও হেকস/ইপার এর সহযোগীতায় বাংলাদেশে বসবাসরত দলিত ও আদিবাসীদের পক্ষে স্থানীয় সংবাদ প্রকাশ করার লক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে
গতকাল ১৮ এপ্রিল সকাল ১০ টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি বরুন চন্দ্র সরকার, ফরিদ আহমেদ, রফিকুল ইসলাম, আশিকুর রহমান, রাসেল ইসলাম, ফরিদ হোসেন প্রমুখ। এসময় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ডিভেট এন্ড ইয়ুথ ডেভলোপমেন্ট অফিসার মোঃ শাহীন, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানাজার মোছাঃ ঝর্ণা বেগম উপস্থিত ছিলেন। সভায় বোচাগঞ্জ উপজেলায় বসবাসরত দলিত ও আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানানো হয়।