দিনাজপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় এক শিশুকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার দুপুর সোয়া দুই টার দিকে দিনাজপুর রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঘটেছে।
আটক আরিফ ইসলাম (১৭) ঠাকুরগাও জেলারজগন্নাথপুর গ্রামের মুসলিম নগরের রফিকুল ইসলামের ছেলে।
বিষয়চি নিশ্চিত করে দিনাজপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, শনিবার দুপুর সোয়া দুইটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রনটি দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের এক নম্বর লাইনে এসে দাড়ায়। এসময় ট্রেনটি দিনাজপুর রেল স্টেশন ছাড়ার পর পর আরিফ ইসলাম নামে এক শিশু ট্রেনের ক্ষতি সাধন ও ট্রেন যাত্রীদের আহত করার উদ্দেশে ওই ট্রেনের কোচ নং-৭৩৬৭, বগি নং-ঠ তে পাথর নিক্ষেপ করে পালানোর চেষ্ঠা করলে রেলওয়ে পুলিশ তাকে আটক করেছে। পরে মামলা রুজু করে মামলার তদন্তভার এসআই জেসমিন আক্তারকে দেওয়া হয়েছে।